
আনোয়ার হোসেন, ফরিদপুর
প্রবাসীর গাড়ি ও বাড়িতে ভাঙচুর-লুটপাট, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী এলাকার সৌদি প্রবাসী রিপন খালাসীর সাথে এ ঘটনাটি ঘটে। রিপন খালাসীর বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময সংবাদ সম্মেলনে ফাহিমা বেগম বলেন, আমার স্বামী ও তিন ছেলে সৌদি প্রবাসী। মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স সংগ্রহ করেন। গতবছর আমার ছেলে দেশে এসে কষ্টের টাকা দিয়ে একটি গাড়ি কিনে। সুমন খালাসী গংদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরপরে গত ২৯ মে আমাদের বাড়িতে ও গাড়িতে পাশ্ববর্তী খারদিয়া গ্রামের নিরু খলিফার নেতৃত্বে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো রামদা, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় আমাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এই ঘটনায় চাচা শশুর বারেক মাতুব্বরের পিঠে রামদা দিয়ে কোপ দেয় এবং চাইনিজ কুড়াল দিয়ে আমার চাচী শাশুড়ি চায়না বেগমের মাথায় কোপ দেয়। আমার ভাগিনা আলমাছ মাতুব্বরের মাথায় কোপ দেয়। পরে আমি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এখনও পর্যন্ত কোনও বিচার পাইনি। আমরা এ ঘটনার সুষ্ঠু ওরা নিরপেক্ষ তদন্ত পূর্বক বিচার দাবি করছি।