
মোঃ সানোয়ার হোসেনের, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বৃত্তি সনদ – ক্রেস্ট ও মেডেল পেয়ে আপ্লুত ক্ষুদে শিক্ষার্থীরা। ভাঙ্গা উপজেলায় প্রথম নার্সারী শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের মেধা যাচাইমূলক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রথম পর্ব ৫ জুলাই ২০২৪ শুক্রবার সকালে ৯ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
ঐদিন দ্বিতীয় পর্ব বিকেলে অডিটোরিয়াম,রুমে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় পর্ব ২: ৩০ ঘটিকায়
কিন্ডারগার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল এসোসিয়েশন ভাঙ্গা উপজেলার সভাপতি, কুমারেশ ভৌমির সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, বি. এম.কুদরত এ খুদা। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান ভাঙ্গা উপজেলা পরিষদ মোঃ কাওছার ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথিরা ছিলেন
ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাংগা থানা মামুন আল রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, শফিউদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মোঃ হায়দার হোসেন,ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, ভাঙ্গা পৌরসভা আল – হেরা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসাহাক মিয়া।
সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন দিলীপবাবু। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষায় ভাঙ্গা উপজেলার ২৪টি প্রতিষ্ঠানের ৫শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আজ কৃতিদের মাঝে সনদ ক্রেস্ট ও নগদ অর্থ তুলের দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা সৃজনশীল শিক্ষা বিকাশে ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এ বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃত্তি পেয়ে আপ্লুত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বামীর মাতুব্বর বলেন, জীবনে প্রথমবারের মতো বৃত্তি অর্জন করে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। এতে আগামীতে পড়ালেখার প্রতি আরো বেশি আগ্রহ বাড়বে।
শিক্ষার্থীর অভিভাবক সেলি বেগম বলেন, স্কুলের পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করলে তাদের মেধার কতটুকু উন্নতি হয়েছে তা বোঝা যায়। প্রতিযোগিতায় অন্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে তার নিজের অবস্থান বুঝতে সহজ হয়।