
মাঈনউদ্দিন মুন্সি, কোর্ট রিপোর্টার (চাঁদপুর)
চাঁদপুরের হাইমচরে গৃহবধূ ফাতেমাকে (৩০) শ্বাসরোধ করে হত্যার দায়ে দেবর রিপন গাজীকে (৪০) মৃত্যুদণ্ড ও শশুর সিরাজুল ইসলাম (৬৭), শাশুড়ি শাহানারা বেগমকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ১৬ বছর চলমান অবস্থায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করে বিজ্ঞ আদালত।
আসামিগণরাও স্বীকারোক্তি দিয়েছেন হত্যা করেছেন বলে। বাদী পক্ষরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে ফাতেমার ভাই ইউসুফ খান বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার ২৪ ই এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন গাজী হাইমচর এরপশ্চিম বেঙ্গুলিয়া গ্রামের আসামি সিরাজুল ইসলামের ছেলে। যাবজ্জীবন সিরাজুল ইসলাম মৃত হাসেম গাজীর ছেলে ও অপর আসামি ফাতেমার শাশুড়ি ।মানে আসামি সিরাজুল ইসলামের স্ত্রী।
হত্যার শিকার গৃহবধ ফাতেমা প্রবাসী ফারুক গাজীর স্ত্রী। ফাতেমা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাই গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে। জানা যায় যে, ২০০৯ সালের ১৫ ই অক্টোবর রাতে ফাতেমার শাশুড়ি শাহানারার সাথে কথা কাটাকাটির জেরে তার গলায় চেপে ধরে,শশুর ও দেবর গৃহবধ ফাতেমার পেটে লাথি মারে, এতে ঘটনাস্থলে ফাতেমার মৃত্যু হয়।
ফাতেমার দেবর, শশুর ও শাশুড়ির আদালতে উপস্থিতিতেই বিজ্ঞ আদালত এই সন্তোষজনক রায় পেশ করেন।