
কলকাতা থেকে ড. বিপ্লব মন্ডল
কনকনে ঠান্ডায় সাহিত্যের মিশেল। হ্যাঁ, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ের হিলটপে অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২৪। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্যালিফোর্নিয়ার কবি কার্ল কেম্পটন।উপস্থিত ছিলেন, সাহিত্যিক সৈকত রক্ষিত, বিশিষ্ট অসমিয়া কবি রুমি লস্কর বরা, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও কবি শ্রী গৌতম কুমার দাশ, যুবা অকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক হামিরুদ্দিন মিদ্দা এবং সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলীয় সচিব শ্রীযুক্ত দেবেন্দ্র দেবেশ প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক ড.বিপ্লব মন্ডল বলেন “প্রকৃতির সঙ্গে শিল্প- সংস্কৃতি তথা সাহিত্যের যোগ নিবিড়, সে কথা মাথায় রেখেই এবার অযোধ্যা পাহাড়ের কোলে আমাদের সাহিত্য উৎসবের আয়োজন।” পশ্চিমবঙ্গের নানান জায়গা সহ আসাম ও বাংলাদেশ থেকে প্রায় দেড় শ জন কবি সাহিত্যিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে পরিষদের সাহিত্য পত্রিকা ‘দুই বাংলা’ ও কবি কার্ল কেম্পটনের কবিতার অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়।