যশোর বেনাপোল চেকপোস্ট দিয়ে দীর্ঘ ৬ বছর পর বেনাপোল স্বদেশে ফিরেছে ভারতে পাঁচার হওয়া ৯ নারী।
গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে দু’দেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলো, খুলনা জেলার আঁখি খাতুন (২৪), যশোর জেলার প্রিয়া দাস (২৫), কেয়া শেখ (২৭), বিথি খাতুন (২৮), নড়াইল জেলার রিয়া বিশ্বাস (২৪), শান্তি রানী (৩০), পটুয়াখালী জেলার বৃষ্টি সাহা (২০), ঢাকা জেলার সোনিয়া শেখ (২৫) ও সাতক্ষীরা জেলার বানু খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বদেশে ফেরত আসা ৯ নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও নিজ পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য যশোরের জাস্টিস এন্ড কেয়ার ও বি.এন.ডব্লিউ নামে দুইটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির কাছে তুলে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর জাস্টিজ এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও তাদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা নিজেদের হেফাজতে নিয়েছেন।
তিনি জানান, দীর্ঘ ৬ বছর পূর্বে এরা দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। পরে সেখানকার প্রজ্বালা সেল্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থা তাদেরকে আদালত থেকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে এরা দীর্ঘ ৬ বছর পর স্বদেশে ফেরার সুযোগ পায়।