
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল, গত (শনিবার), এক ফোনালাপে মিলিত হন।
ফোনালাপে ডোভাল বলেন, পহেলগাম সন্ত্রাসী হামলায় অনেকে হতাহত হন। সে প্রেক্ষাপটে ভারতকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে হয়েছে। যুদ্ধ ভারতের পছন্দ নয় এবং এটি কোনো পক্ষের স্বার্থও রক্ষা করে না। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি মেনে চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালাবে বলে আশা করা যায়।
এ সময় ওয়াং ই বলেন, চীন পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানায় এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতাও করে। ভারত ও পাকিস্তান চীনের প্রতিবেশী দেশ। চীন আন্তরিকভাবে আশা করে যে, ভারত ও পাকিস্তান শান্ত ও সংযত আচরণ করবে এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সচেষ্ট হবে।
সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।