মুখের কাছে পাকা আম ঝুলিয়ে
শিক্ষক আমায় ডেকে বললেন,
আম খাবে বাবু পাকা আম খাবে?
আমি ইয়া বড় এক হা- করলেম।
শিক্ষক আমাকে মিথ্যা আশ্বাসে
আম খাওয়ানো করে দেন স্থগিত,
কালকে নাকি ফের খাওয়াবে আম
শিক্ষক করলেন একটা প্রমিজ।
বাসায় এসে খাবার খেলামনা
মাকে করিনি একটুও জ্বালাতন,
আগামী দিন পাকা আম খাবো
কাঁথার নিচে তাই আছি পলাতক।
পাকা ফলের জন্য রাত জাগানো
শরীরে ধরে যায় কালো পোকা?
মাস্টার মশাই বলেন দুত্তরি চাই
যায়না যে ঘরে তারে আর রাখা?
অবুঝ শিশুটি বুকে শত আশা নিয়ে
পাকা ফল খেতে স্কুলে আবার যায়,
ভারসাম্যহীন পাকা ফলের আশায়
মনে-প্রাণে পেতে কারো জীবন হায়!
এই মিথ্যে আশ্বাস সব দিগন্ত ছোঁয়া
নিবেও যেতে পারে কারো জীবন বাতি,
টেকনিক্যাল ত্রুটির কারণে হয়তোবা
শিক্ষার্থীরা কাঁদতে পারে দিন রাতি!
(প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত)