ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালবাসার ছন্দপতন

(চতুর্দশপদী তুবা ছন্দ)
ভালবাসার ছন্দপতন
শাহজালাল সুজন

প্রথম যেদিন দেখি
হৃদয় মাঝে লেখি।

লিখেছি আজ তোমার নামে
এঁটে গামে ভরে খামে
দিলাম চিঠি হৃদয় ধামে

রং মিশিয়ে প্রাণে
ছন্দ লিখি গানে
প্রেম বোঝ না মানে
অন্তর্যামী জানে।

ছন্দ ঝরে ধূলো পরে
একা ঘরে কেঁদে মরে
নিত্য লড়ে চাপা স্বরে

গিয়েছো আজ ভুলে
হারায় ছন্দ কূলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

SBN

SBN

ভালবাসার ছন্দপতন

আপডেট সময় ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

(চতুর্দশপদী তুবা ছন্দ)
ভালবাসার ছন্দপতন
শাহজালাল সুজন

প্রথম যেদিন দেখি
হৃদয় মাঝে লেখি।

লিখেছি আজ তোমার নামে
এঁটে গামে ভরে খামে
দিলাম চিঠি হৃদয় ধামে

রং মিশিয়ে প্রাণে
ছন্দ লিখি গানে
প্রেম বোঝ না মানে
অন্তর্যামী জানে।

ছন্দ ঝরে ধূলো পরে
একা ঘরে কেঁদে মরে
নিত্য লড়ে চাপা স্বরে

গিয়েছো আজ ভুলে
হারায় ছন্দ কূলে।