
ভালোবাসার আদান প্রদান
নাসরিন ঊর্মি
একদা ঢেউয়ের সাথে নীল আকাশটার প্রণয় ছিলো।
সাগর জলে ভেসেভেসে ঢেউ আকাশের সাথে দেখা করতে আসতো। কতো যে কথা দুজনার, এটা সেটা আরো কত্ত কি!
যাবার সময় প্রতিদিন আকাশ ঢেউকে একটা করে তারা উপহার দিতো। এভাবে একদিন আকাশটাই তারাহীন হয়ে গেলো।
এখন উপায়, কি দেবে এবার আকাশ ঢেউকে?তাই এবার পুরো পৃথিবীটাকে অন্ধাকার করে চাঁদটাকেই তুলে দিলো ঢেউয়ের হাতে।আর চাঁদ হাতে পেয়ে ঢেউ মনের আনন্দে গহীন জলে দিলো এক ডুব।
একটু পরেই ফিরে এলো সমস্ত তারা আর চাঁদ দিয়ে খুব সুন্দর একটা মালা গেঁথে।তারপর মালাটা পরিয়ে দিলো আকাশের গলায়।
আকাশ প্রচণ্ড রেগে বজ্রপাত শুরু করলো।এতো বড় সাহস তোমার? আমার জমানো ভালোবাসা ফিরিয়ে দিলে?
ঢেউ এবার খিলখিল করে হেসে উঠে আকশকে বললো-“আরে বোকা শুনো আমার কথা, থামাও তোমার কম্পন।আমাকে ভালোবেসে তুমি তো একেবারে শূন্য হয়ে গেছো।তাই ভালোবেসে আমিই তোমাকে আবার পূর্ণ করে দিলাম।
এই কথা শুনে আকাশ ভীষণ খুশী হয়ে সূর্যকে আদেশ দিলো।তুমি প্রখর রোদ হয়ে লোনাজল বাষ্প করে আমাকে দাও।আমি মেঘ আর বৃষ্টি হয়ে ঢেউকে আলিঙ্গন করবো পরম ভালোবাসায়।
আর সেই থেকে বৃষ্টি এলেই ঢেউয়ের এতো মাতামাতি……..