
ভালোবাসার নেইকো বয়স
দেবব্রত মাজী
বাড়ুক দেখতে বয়স যত
ছোট্ট রাখবে মনে,
ভালোবাসা শুধু দিয়ে যাবে
সদা নিজ মননে।
বিফলে যাবে না ভালোবাসা
বেঁধে রাখবে সদা,
লালন পালন ঠিক করলে
মজবুত হবে পদা।
মুক্তির লড়াই ডেস্ক : 