ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম Logo চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’: ইতিহাসের গভীর জ্ঞানের এক উজ্জ্বল প্রকাশ Logo মালয়েশিয়া-চীন সম্পর্কের উচ্চ স্তরের প্রতিফলন : রাজা ইব্রাহিম Logo কুয়ালালামপুরে চীন-মালয়েশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান Logo ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অঞ্চল বাতিল ঘোষণার প্রসঙ্গে Logo সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক-২ Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল

ভালোবাসি আজও তোমায়

 ভালোবাসি আজও তোমায়
 শাশ্বতী রায়

প্রথম যেদিন দেখা হয়েছিলো
তব ডাগর আঁখির গভীরে গোপন ভাষা ঠিক পড়েছিলাম,
সারা পৃথিবীর ভুগোল লুকানো ছিলো
ওই আঁখির গভীরে
যা মন্ত্র মুগ্ধ হয়ে নিরবে নিভৃতে পড়েছিলাম।
হৃদয়ের অলিতে গলিতে ছড়িয়ে আছে
আজো কত না বলা স্মৃতি কথা,
হৃদয়ের সাথে হৃদয় সঙ্গমে হারিয়েছিলাম দুটি মন দু’ জনা।
আজ সময়ের স্রোতে ভেসে গেলাম কোন অজানা প্রান্তরে
আর দেখা হয়না কথারা ছুঁয়ে যায়না কথা
স্বেতবলাকার মতো পাখায় পাখা জড়ায়না
তবুও ভালোবাসি আজো ভালোবাসি
না হোক রূপালী জোৎস্না গায়ে মাখা,না হোক পান কৌড়ির মত ডুবসাঁতার,
না হোক মাধবী লতার মত জড়ানো
তবুও ভালোবাসি আজও তোমাকে ভালোবাসি।
আজো আঁখিরও গভীরে মুক্তো খুঁজে বেড়াই রাশি রাশি
যেখানেই থাকো ভালো থেকো সারাজীবন ধরে থেকো খুব হাসিখুশি।

আপলোডকারীর তথ্য

সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর?

SBN

SBN

ভালোবাসি আজও তোমায়

আপডেট সময় ০৮:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

 ভালোবাসি আজও তোমায়
 শাশ্বতী রায়

প্রথম যেদিন দেখা হয়েছিলো
তব ডাগর আঁখির গভীরে গোপন ভাষা ঠিক পড়েছিলাম,
সারা পৃথিবীর ভুগোল লুকানো ছিলো
ওই আঁখির গভীরে
যা মন্ত্র মুগ্ধ হয়ে নিরবে নিভৃতে পড়েছিলাম।
হৃদয়ের অলিতে গলিতে ছড়িয়ে আছে
আজো কত না বলা স্মৃতি কথা,
হৃদয়ের সাথে হৃদয় সঙ্গমে হারিয়েছিলাম দুটি মন দু’ জনা।
আজ সময়ের স্রোতে ভেসে গেলাম কোন অজানা প্রান্তরে
আর দেখা হয়না কথারা ছুঁয়ে যায়না কথা
স্বেতবলাকার মতো পাখায় পাখা জড়ায়না
তবুও ভালোবাসি আজো ভালোবাসি
না হোক রূপালী জোৎস্না গায়ে মাখা,না হোক পান কৌড়ির মত ডুবসাঁতার,
না হোক মাধবী লতার মত জড়ানো
তবুও ভালোবাসি আজও তোমাকে ভালোবাসি।
আজো আঁখিরও গভীরে মুক্তো খুঁজে বেড়াই রাশি রাশি
যেখানেই থাকো ভালো থেকো সারাজীবন ধরে থেকো খুব হাসিখুশি।