
ভালোবেসে সখী
ড.বলরাম ঘোষ
তোমার জন্য ঘর ছেড়েছি, একলা নিরুদ্দেশে, মেঘলা দুপুর কালো মেঘে, হাঁটছি পথে পথে।
তোমার জন্যে বিকাল জুড়ে, অপেক্ষাতে দিন,
মনটা হত উথাল পাথাল, হৃদয়ে বাজত বীণ।
সূর্যাস্তের মোরাম পথে, তোমার মুখে আলো,
আমি তখন নির্বাক প্রেম, মুখ হয়েছে কালো।
তোমার জন্য দীঘি পুকুর সাজতো নিজ মনে,
আমি তখন হারিয়ে গেছি প্রেমের বৃন্দাবনে।
তোমার জন্য শরৎ সকালে ফুটতো শিউ koonলি ফুল,
আমি তখন আগমনি গান, সুরের আকাশে ভুল।
তোমার জন্য ফাগুন বাতাসে উদাসী হাওয়ার বোল,
আমি তখন রং আবিরে দিবস জুড়ে খোল দ্বারখোল।
তোমার জন্য স্বপ্নেরা সব রূপকথায় আঁকা ছবি, তুমি ছাড়া লিখছি দেখো গো, বলছে লোকে কবি।
তোমার জন্য বি.টি. রোডে দাঁড়িয়ে আছি আজো,
তুমি আসবে জানি, বলছি শুধু সময় নিয়ে সাজো।
সূর্য প্রহর, রাত্রি আকাশ, জ্যোস্না কিংবা বৃষ্টি
সব কিছুকে ছাপিয়ে আবার,আসবে তুমি সৃষ্টি।
রিম ঝিম শ্রাবণে কিংবা এ ভরা বাদর নিয়ে,
পটল চেরা চোখের মাঝে বসত আমার প্রিয়ে।
তোমার মুখে পদ্ম গোলাপ শরীর জুড়ে পলাশ,
আমি তখন চেতনা হারিয়ে,কল্পলোকে বিলাস।
সেই তুমি যে হঠাৎ নোটিশে ছেড়ে দিলে বিশ্ব,
আমি এখন একলা আকাশ,সবার মাঝে নিঃস্ব …