
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
তিনি রাত ১২ ঘটিকার পর রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকালে জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক জেলা শিল্পকলা একাডেমী, রাজশাহীতে “জাতীয় জীবনে একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইজি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।