মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
ভুটানের ১৭-তম জাতীয় দিবস উপলক্ষে ভুটানের বাংলাদেশস্থ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মি. রিনচেন কুয়েনসিল এর আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে হোটেল লা-মেরিডিয়ান-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
এ সময় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভুটানের ১৭-তম জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছা পত্র মান্যবর রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া কাতারের ৫০তম জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুভেচ্ছা দেন।