
চীনের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কৃষি উৎপাদন খাতে দুর্যোগ মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের ত্রাণ-তহবিলে ১১৪ কোটি ৬০ লাখ ইউয়ান বরাদ্দ দিয়েছে।
এ বরাদ্দ ১৩টি প্রধান শস্য উৎপাদনকারী প্রদেশকে শরৎকালীন শস্য উৎপাদনের জন্য “এক স্প্রে, একাধিক অর্জন” শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকার ভুট্টা, সয়াবিন এবং মধ্য-মৌসুমের ধানের মতো প্রধান শরৎকালীন ফসলের ওপর উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, পাতার সার, চাপ-প্রতিরোধী এজেন্ট, ছত্রাকনাশক, এবং কীটনাশক স্প্রে করার জন্য ভর্তুকি প্রদানের ওপর মনোনিবেশ করবে, যা শরৎকালীন শস্য উৎপাদন স্থিতিশীল করতে এবং সারা বছর ধরে বাম্পার ফলন নিশ্চিত করতে শক্তিশালী সহায়তা প্রদান করবে।
সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।