ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম Logo চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’: ইতিহাসের গভীর জ্ঞানের এক উজ্জ্বল প্রকাশ Logo মালয়েশিয়া-চীন সম্পর্কের উচ্চ স্তরের প্রতিফলন : রাজা ইব্রাহিম Logo কুয়ালালামপুরে চীন-মালয়েশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান Logo ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অঞ্চল বাতিল ঘোষণার প্রসঙ্গে Logo সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক-২ Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল

ভুলে যাই বলে

সৌমেন

ভুলে যাই বলে ভালো আছি আমি,
ভুলে যাই বলে ভালো আছ তুমি।
ভুলে যাই কত দুঃখ বেদনা,
ভুলে যাই যত ক্ষুব্ধ চেতনা।
ভুলে যাই হারানো চেনা জানা লোক,
ভুলে যাই মনে জমে থাকা শোক।
ভুলে যাই ভালোবেসে এসেছিল কে কাছে,
ভুলে যাই আজি কোথা বা সে আছে।
ভুলে যাই দেওয়ার কত কী যে ছিল,
ভুলে যাই সে কথা কি ভাবে হারালো।
ভুলে যাই জীবনের যত কলরব,
ভুলে যাই বলে ভালো আছি সব।
ভুলে যাই ভালো থাকা কারে কয়,
ভুলে যাই সাহস সদা মনে ভয়।
ভুলে যাই কারা চুরি করে সুখ,
ভুলে যাই বুকে জমে থাকা দুখ।
ভুলে যাই কারা শুষছে রক্ত,
ভুলে যাই বলে তাদেরই ভক্ত।
ভুলে যাই লোটে নারীর সম্মান,
ভুলে যাই পেলে ছিটেফোঁটা দান।
ভুলে যাই শত প্রতারণার কথা,
ভুলে যাই বানাই নির্বাচিত নেতা।
ভুলে যাই ভুলে বারেবারে ঘুরি,
ভুলে যাই কাটে মাখনের ছুরি।
ভুলে যাই বেঁচে আজও মরে আছি,
ভুলে যাই মরে অথবা বেঁচে আছি।

আপলোডকারীর তথ্য

সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর?

SBN

SBN

ভুলে যাই বলে

আপডেট সময় ১১:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

সৌমেন

ভুলে যাই বলে ভালো আছি আমি,
ভুলে যাই বলে ভালো আছ তুমি।
ভুলে যাই কত দুঃখ বেদনা,
ভুলে যাই যত ক্ষুব্ধ চেতনা।
ভুলে যাই হারানো চেনা জানা লোক,
ভুলে যাই মনে জমে থাকা শোক।
ভুলে যাই ভালোবেসে এসেছিল কে কাছে,
ভুলে যাই আজি কোথা বা সে আছে।
ভুলে যাই দেওয়ার কত কী যে ছিল,
ভুলে যাই সে কথা কি ভাবে হারালো।
ভুলে যাই জীবনের যত কলরব,
ভুলে যাই বলে ভালো আছি সব।
ভুলে যাই ভালো থাকা কারে কয়,
ভুলে যাই সাহস সদা মনে ভয়।
ভুলে যাই কারা চুরি করে সুখ,
ভুলে যাই বুকে জমে থাকা দুখ।
ভুলে যাই কারা শুষছে রক্ত,
ভুলে যাই বলে তাদেরই ভক্ত।
ভুলে যাই লোটে নারীর সম্মান,
ভুলে যাই পেলে ছিটেফোঁটা দান।
ভুলে যাই শত প্রতারণার কথা,
ভুলে যাই বানাই নির্বাচিত নেতা।
ভুলে যাই ভুলে বারেবারে ঘুরি,
ভুলে যাই কাটে মাখনের ছুরি।
ভুলে যাই বেঁচে আজও মরে আছি,
ভুলে যাই মরে অথবা বেঁচে আছি।