সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী রজতজয়ন্তীকে ঘিরে উৎসব অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা চিত্র অঙ্কন আলোচনা সভা ও সংগীত,নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮মার্চ) বিকেলে টাংগাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মুক্ত মঞ্চে যোটের পরিবেশনায বিভিন্ন নাচ-গানের সুরের মূর্ছনায় ভরে দেয় দর্শক এর মন।
বিকেলে সাংস্কৃতিক যোটের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মোঃজলিল আকন্দের সভাপতিত্বে,দৈনিক জনকণ্ঠ সাংবাদিক আখতার হোসেন খান এর মঞ্চ সঞ্চালনায়,প্রধান অতিথি করা হয়,বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ,পৌর মেয়র ভূঞাপুর,বিশেষ অতিথি করা হয়,সরণ দত্ত,সাহীনুল তরফদার(বাদল) সাবেক বাইশ চেয়ারম্যান ভূঞাপুর উপজেলা,বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন(তারা মৃধা)সাবেক চেয়ারম্যান গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ।
আরও উপস্থিত থাকেন সাংস্কৃতিক জোটের নেতা কর্মি ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তি বর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক জোটের বিভিন্ন শিল্পী বৃন্দ।