
মোঃ ময়নুল ইসলাম, পঞ্চগড়
নেপালে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়ও। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে হিমালয়ের এ অঞ্চল। তবে এ এলাকায় কত মাত্রায় আঘাত হেনেছে তা জানা যায়নি।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে নেপালে ভূমিকম্পে আঘাত হানায় এ অঞ্চলও কেঁপে ওঠে। তবে এখানে কত মাত্রা হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আজ সকালে ভূমিকম্প হয়েছে টের পেয়েছি।
নেপালি সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্টে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
উত্তরের জেলা পঞ্চগড় নেপালের নিকটবর্তী অঞ্চল হওয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে এ অঞ্চলটিও