
সৈয়দা ইয়াসমিন
ভেবে দেখলাম,
তুমি ভালোই বাসতে পারনি।
যদি ভালোবাসতে
বৈশাখের ঝড় ভাদ্রে ও বইতে পারতো
যদি ভালোবাসি বলতে
রাজপথেও লাল নীল সংসার সাজানো যেতো
যদি ভালোবাসি বলতে
একমুঠো ভাত ভাগ করে খেয়েও তৃপ্তির ঢেকুর তুলা যেতো
যদি ভালোবাসি বলতে
সমস্ত মরুভূমি হয়ে যেতো বর্ণালি পুষ্পোদ্যান
যদি ভালোবাসি বলতে
ইতিহাস হয়ে যেতো রোমাঞ্চকর উপন্যাস
তুমি না, ভালোবাসতেই পারনি।
মুক্তির লড়াই ডেস্ক : 


























