
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
ভৈরবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালন করা হয়েছে। আজ ১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহিদ মিনার চত্বরে এই সমাবেশটির আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয়তাবাদী শ্রমিকদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিকদল সভাপতি আদিদুল জামান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির নেতা সাবেক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাবেক কমিশনার আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন, পৌর শ্রমিকদল সভাপতি সিয়াম আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। সেই সব শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে সারা বিশ্বে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়।
এ দেশে মেহনতি শ্রমজীবী নারী-পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সকল শ্রেণি পেশার মানুষের ভোটের অধিকারসহ সকল অধিকার নিশ্চিত হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন না হলে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে।
আলোচনা সভায় উপজেলা ও পৌর শ্রমিকদলসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।