ভোলা প্রতিনিধিঃ ভোলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ দুপুরে ভোলা বাংলা স্কুল খেলার মাঠে বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল এর সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব।