আবু মাহাজ, ভোলা প্রতিনিধিঃ ভোলা-বরিশাল মহাসড়কের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই ভাই নিহত হয়েছে। নিহতরা বরিশালের মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল করিম মোল্লার ছেলে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুই ভাই মোটরসাইকেলে যোগে তাদের নিজ বাড়িতে ফেরার পথে হাওলাদার বাজার সংলগ্ন এলাকায়
ইট বোঝাই করা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।