
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুল ইসলামের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ মশাল মিছিল ও পথসভা করেছেন বিএনপির একটি অংশের নেতা কর্মীরা।
রোববার ২৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টায় আম ফাউন্ডেশন থেকে একটি মশাল মিছিল শুরু করে উপজেলা পরিষদের দক্ষিণ গেটে পথসভা করেছে তারা।
মশাল মিছিলের শ্লোগান ছিলো, “বয়কট, বয়কট, আমিনুল হাজি বয়কট”। ভোলাহাটে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হাজি বয়কট শ্লোগান দিতে দিতে উপজেলা পরিষদের দক্ষিণের প্রধান গেটে পথসভা করেন তারা।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, ডাঃ মোঃ শহীদুল্লাহ্, মোঃ মোক্তারুল ইসলাম, মোঃ সারোয়ার জাহানসহ অন্যান্য বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেছেন, হাজি আমিনুল ইসলাম এমপি থাকাকালে নাচোল গোমস্তাপুর ও ভোলাহাটে গুটিকয়েক দালাল তৈরি করে লুটতরাজ করেছেন এবং দলে ভাঙ্গন সৃষ্টি করেছেন। তার মনোনয়ন বাতিল না করলে বিএনপি এ সংসদীয় আসন হারাবে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























