
ভোলা প্রতিনিধিঃ ঐতিয্যবাহী ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে সভাপতি পদে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বেতার প্রতিনিধি এম হাবিবুর রহমান ও সম্পাদক পদে যুগান্তর ও আরটিভির প্রতিনিধি অমিতাভ অপু পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪০ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুরে নির্বাচন কমিশন প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন।
এর আগে একক প্রার্থী থাকায় সভাপতিসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি ও সম্পাদক পদে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি পদে ১৮ ভোট পেয়ে ডেইলী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান ও সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে দৈনিক যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু নির্বাচিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন( জিটিভি), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ (এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম (একাত্তর টিভি), গ্রন্থগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সদস্য পদে জুনু রায়হান (নিউজ টুয়ান্টিফোর টিভি) ও নাসির লিটন (সময় টেলিভিশন)।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোলা প্রেসক্লাব নির্বাচন’২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী। এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক মোঃ সামসুদ্দিন আহমেদ, ভোলা জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে শফিকুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, টেলিভিশন ফটো সাংবাদিক এসোশিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।