
মাসুদ মাহাতাব
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য জানিয়েছেন পুলিশ।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, বুধবার সন্ধ্যা পৌনে আটটার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা একটি শক্তিশালী ককটেল নিচে নিক্ষেপ করে। সেটি নিচে থাকা এক যুবকের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়।
ডিসি মাসুদ আলম বলেন, “ককটেল বিস্ফোরণের ফলে যুবকটির মাথায় মারাত্মক আঘাত লাগে। তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মারা যান।”
পুলিশ জানায়, নিহত যুবকের নাম সিয়াম মজুমদার (২১)। তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং ঢাকার মগবাজারের নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। ঘটনার সময় তিনি চা–নাস্তা নেওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, বোম স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
ডিসি মাসুদ আলম আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় শোক ও আতঙ্ক বিরাজ করছে এলাকায়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























