
মনের অভিমানেও আমি তোমারি
নুর নাহার নিশি
ও জান যদি মনেরই অভিমানে
হৃদয় ছিড়ে ওই দুনয়নে জোড়ে কান্না আসে,
না দেখে ঘুমের ঘরে বন্ধু তোমায় পাশে,
চোখের কোনায় জমা ওই নোনা জল
বন্ধু খুব আদরে মুছে দিও স্বপ্নে এসে ।
ও জান যদি তোমা হৃদয়ের অভিমানে
আমার জন্য তোমারও মন খারাপ হয় ,
জান তুমি পেয়েও না কখনো কভু ভয় ,
আমি সব সময়ই তোমারই থাকবো
আমার হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো ।
ও জান তুমি আমায় ভালোবাসা দিয়ে অজস্র ,
তুমি করেছো আমায় ঋণী আমার হৃদয় করে হরণ ;
আমি চিরকাল জীবনানন্দ দাসের মতো,
তোমার প্রেমকে সারা জীবন করবো স্মরণ।
ওগো মোর প্রিয় এই পৌষের হিমেল শীতে,
তুমি কোন অভিমানে আমায় ছেড়ে চলে গেলে,
আমি চাই তুমি তোমার হৃদয় আমায় ভরো,
তুমি ভালোবেসে অনন্তকাল আমার হাতটি ধরো ।
জানো না তোমার ছোঁয়ায় তোমার মায়ায়,
তোমার সঙ্গে থাকলে আমার হৃদয় উৎফুল্ল হয়,
তোমার ছোঁয়ায় ,তোমার মুগ্ধ হৃদয়ে শিহরণ
আমার মনে জাগিয়ে তুলে সারা জীবন করবো বরণ।
জান আমি তোমায় বার বার বলবো
শতো অভিমান ভুলে এই তোমাকে ভীষণ ভালোবাসি,
আমি সারা জীবন তোমার প্রিয়া হয়ে থাকবো ।