ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া Logo বুড়িচংয়ে বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় চলছে জুয়ার আসর Logo লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন Logo স্লিপের অর্থ ছাড় করানোর নামে ঘুষের টাকা আদায়ের অভিযোগ Logo ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলায় আ.লীগের তিন নেতা গ্রেপ্তার Logo ফুলবাড়ী সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপবেশের সময় স্বামী-স্ত্রী আটক Logo ফুলবাড়ীতে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo নার্সিং শিক্ষার্থীদের ডিগ্রি স্বীকৃতির দাবিতে রাঙামাটিতে কর্মসূচি Logo গাইবান্ধায় ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা Logo চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারীকে আটক

মনের অভিমানেও আমি তোমারি

মনের অভিমানেও আমি তোমারি
নুর নাহার নিশি

ও জান যদি মনেরই অভিমানে
হৃদয় ছিড়ে ওই দুনয়নে জোড়ে কান্না আসে,
না দেখে ঘুমের ঘরে বন্ধু তোমায় পাশে,
চোখের কোনায় জমা ওই নোনা জল
বন্ধু খুব আদরে মুছে দিও স্বপ্নে এসে ।

ও জান যদি তোমা হৃদয়ের অভিমানে
আমার জন্য তোমারও মন খারাপ হয় ,
জান তুমি পেয়েও না কখনো কভু ভয় ,
আমি সব সময়ই তোমারই থাকবো
আমার হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো ।

ও জান তুমি আমায় ভালোবাসা দিয়ে অজস্র ,
তুমি করেছো আমায় ঋণী আমার হৃদয় করে হরণ ;
আমি চিরকাল জীবনানন্দ দাসের মতো,
তোমার প্রেমকে সারা জীবন করবো স্মরণ।

ওগো মোর প্রিয় এই পৌষের হিমেল শীতে,
তুমি কোন অভিমানে আমায় ছেড়ে চলে গেলে,
আমি চাই তুমি তোমার হৃদয় আমায় ভরো,
তুমি ভালোবেসে অনন্তকাল আমার হাতটি ধরো ।

জানো না তোমার ছোঁয়ায় তোমার মায়ায়,
তোমার সঙ্গে থাকলে আমার হৃদয় উৎফুল্ল হয়,
তোমার ছোঁয়ায় ,তোমার মুগ্ধ হৃদয়ে শিহরণ
আমার মনে জাগিয়ে তুলে সারা জীবন করবো বরণ।
জান আমি তোমায় বার বার বলবো
শতো অভিমান ভুলে এই তোমাকে ভীষণ ভালোবাসি,
আমি সারা জীবন তোমার প্রিয়া হয়ে থাকবো ।

আপলোডকারীর তথ্য

গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া

SBN

SBN

মনের অভিমানেও আমি তোমারি

আপডেট সময় ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

মনের অভিমানেও আমি তোমারি
নুর নাহার নিশি

ও জান যদি মনেরই অভিমানে
হৃদয় ছিড়ে ওই দুনয়নে জোড়ে কান্না আসে,
না দেখে ঘুমের ঘরে বন্ধু তোমায় পাশে,
চোখের কোনায় জমা ওই নোনা জল
বন্ধু খুব আদরে মুছে দিও স্বপ্নে এসে ।

ও জান যদি তোমা হৃদয়ের অভিমানে
আমার জন্য তোমারও মন খারাপ হয় ,
জান তুমি পেয়েও না কখনো কভু ভয় ,
আমি সব সময়ই তোমারই থাকবো
আমার হৃদয় দিয়ে তোমায় ভালোবাসবো ।

ও জান তুমি আমায় ভালোবাসা দিয়ে অজস্র ,
তুমি করেছো আমায় ঋণী আমার হৃদয় করে হরণ ;
আমি চিরকাল জীবনানন্দ দাসের মতো,
তোমার প্রেমকে সারা জীবন করবো স্মরণ।

ওগো মোর প্রিয় এই পৌষের হিমেল শীতে,
তুমি কোন অভিমানে আমায় ছেড়ে চলে গেলে,
আমি চাই তুমি তোমার হৃদয় আমায় ভরো,
তুমি ভালোবেসে অনন্তকাল আমার হাতটি ধরো ।

জানো না তোমার ছোঁয়ায় তোমার মায়ায়,
তোমার সঙ্গে থাকলে আমার হৃদয় উৎফুল্ল হয়,
তোমার ছোঁয়ায় ,তোমার মুগ্ধ হৃদয়ে শিহরণ
আমার মনে জাগিয়ে তুলে সারা জীবন করবো বরণ।
জান আমি তোমায় বার বার বলবো
শতো অভিমান ভুলে এই তোমাকে ভীষণ ভালোবাসি,
আমি সারা জীবন তোমার প্রিয়া হয়ে থাকবো ।