
সুক্রিয়া দাস:
আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে খুঁজি মানুষের
মনের আয়না,
খুঁজে বেড়াই বিবেক আর মনুষ্যত্বের আসল ঠিকানা।
হ্যাঁ আজকের পৃথিবীতে বিবেক বড়ই নিরব,
মেলে না তার কাছে মনের দ্বিধাদ্বন্দ্বের সঠিক কোনো উত্তর…
মনুষ্যত্ব আজ লোভের বাজারে বিকিয়ে গেছে চড়া দামে,
বিক্রি হয়ে গেছে নোট ভর্তি খামে।
মনুষ্যত্ব এখন বিবেককে করে ফেলেছে দাসানুদাস,
সঠিক কথা বলতে সে ভুলে গেছে এখন যে সে কৃতদাস।
মানুষ হারিয়ে ফেলেছে সততা আর বিশ্বাস,
জীবিত হয়েও যেনো সে অর্থের লালসায় জীবন্ত লাশ।
বিবেক অর্থের কাছে হয়েছে বশিভূত,
মানুষের মন হয়েছে নিঃসঙ্গ আর বিকৃত।
কেনো বিকিয়ে গেলো মনুষ্যত্বের দাম অর্থের লোভে,
একবারও কি মনে প্রশ্ন জাগে না?
সত্যিই কি আছে কোন লাভ এই সবে?
দুঃখ জাগে মনের মাঝে,
প্রশ্ন ওঠে সকাল সাঁঝে…
মন বড়ো অসহায় আজ,
প্রশ্নে প্রশ্নে হৃদয় মাঝে গড়ে উঠেছে বটবৃক্ষ সম গাছ।
এ যেন শ্বাস প্রশ্বাস বন্ধ করা এক মনুষ্যত্বহীন সমাজ…
হে বিধাতা মনুষ্যত্ববিহীন মানুষের এই পৃথিবীতে সত্যিই কি আছে কোনো কাজ?
এ যুগের করো তুমি এবার অন্ত,
আবার বিবেক হয়ে উঠুক প্রাণবন্ত।
মনুষ্যত্বের লোভের ডানা যাক খোসে,
নতুন করে বেঁচে উঠুক বিবেকের আফসোসে।
ফিরিয়ে দাও নতুন করে আবার সত্যযুগ…
আমরা ফিরে পেতে চাই জীবনের অনন্ত স্বর্গসুখ।