ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

মনের কষ্টি পাথর

সুক্রিয়া দাস

কবিতা লিখি মনের খেয়ালে,
সম্মাননা চাই না কোনো পত্রিকার ওয়ালে।
মনের কথাগুলো লিখি কবিতার আদলে,
অন্তরে শান্তি মেলে অনেক শব্দের কোলাহলে।

আমি তো খুব সামান্য লেখক লেখিকা মোটেও নই,
মনের কথা খুলে বলি শব্দই এখন অন্তরঙ্গ সই।
সুখ দুঃখ যাই আসুক ভাবনায় দিই পাড়ি,
কলমের সঙ্গে বন্ধুত্ব করে কবিতার আকারে গড়ি।

টাকা পয়সা অর্থ কড়ির করি না কোনো লোভ,
দুদিনের জীবনে কি হবে অতিরিক্ত বৈভব।
মৃত্যুর পর সবাই যাবে কবরে কিংবা শ্মশানে,
রাজা উজির মন্ত্রি আমলা ফকির সবাই মিলবে মহাশূন্যে।

তাই জীবনে অনেক অনেক প্রাপ্তি নিয়ে কি হবে?
সবই তো রেখে যেতে হবে ভবের খেলাঘরে।
এই জীবনে কিছুই কারোর নিজের নয়,
তবুও মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত হারাবার জন্য করে যায় কেন ভয়?

তাই মানব জীবনে নিজ নিজ কর্মে দাও মনযোগ,
জীবন শেষে মিলবে না আর কোনো সুযোগ। ভালোলাগার ছলে তৈরি করি কবিতার বিচিত্র শহর,
স্বপ্ন দেখি রোজ শব্দ দিয়েই গাঁথবো মনের কষ্টি পাথর।

ট্যাগস

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

মনের কষ্টি পাথর

আপডেট সময় ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

সুক্রিয়া দাস

কবিতা লিখি মনের খেয়ালে,
সম্মাননা চাই না কোনো পত্রিকার ওয়ালে।
মনের কথাগুলো লিখি কবিতার আদলে,
অন্তরে শান্তি মেলে অনেক শব্দের কোলাহলে।

আমি তো খুব সামান্য লেখক লেখিকা মোটেও নই,
মনের কথা খুলে বলি শব্দই এখন অন্তরঙ্গ সই।
সুখ দুঃখ যাই আসুক ভাবনায় দিই পাড়ি,
কলমের সঙ্গে বন্ধুত্ব করে কবিতার আকারে গড়ি।

টাকা পয়সা অর্থ কড়ির করি না কোনো লোভ,
দুদিনের জীবনে কি হবে অতিরিক্ত বৈভব।
মৃত্যুর পর সবাই যাবে কবরে কিংবা শ্মশানে,
রাজা উজির মন্ত্রি আমলা ফকির সবাই মিলবে মহাশূন্যে।

তাই জীবনে অনেক অনেক প্রাপ্তি নিয়ে কি হবে?
সবই তো রেখে যেতে হবে ভবের খেলাঘরে।
এই জীবনে কিছুই কারোর নিজের নয়,
তবুও মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত হারাবার জন্য করে যায় কেন ভয়?

তাই মানব জীবনে নিজ নিজ কর্মে দাও মনযোগ,
জীবন শেষে মিলবে না আর কোনো সুযোগ। ভালোলাগার ছলে তৈরি করি কবিতার বিচিত্র শহর,
স্বপ্ন দেখি রোজ শব্দ দিয়েই গাঁথবো মনের কষ্টি পাথর।