
মনের মেঘ রাশি
পবন কুমার সাহা
রাগের থেকেও দৃষ্টি বড়
সাদা ভাতের চাল
তাহার চেয়েও অধিকতর
বধূর হাতের থাল।
বাহিরে কালো অন্তর সাদা
হৃদয় মেলা ডাল
নুনের সঙ্গে তেঁতুল বাটা
জিভের তোলে ছাল।
এমন প্রেমিক সঙ্গে যার
আড়াল হলে অন্ধ
গোলাপ কুঁড়ির ছন্দ তার
সাদাই চাই গন্ধ।
মনের চাঁদ অর্ধেক যার
নীলয় মেঘ রাশি
এক সুরেই বাঁধন তার
দিনের বাজে বাঁশি।