মনের সাজঘরে,
প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার, ভারত
মনের সাজঘরে হরেকরকম রঙ,
আমি সাজি কল্পনায়,
আনন্দে মাতি নতুন কিনারায়,
মনের আনন্দে আত্মহারা,
সাজগুলো সব আমার জন্য তোলা।
সাজবে যত সবে,
মন ভালো থাকবে তবে।
সাজ শুধু নয় যে মুখে,
যত্ন রাখতে হবে সর্বাঙ্গ,
পায়ের যত্ন আগে রেখো,
পা যে নিজের জন্য বাবার মতো।
নিজেকে দেখতে চাই মনমতো,
পরিকল্পনায় রাখি কবে কোনটা তবে।
নিছক মনের বাদামি রঙের,
রঙের প্রলেপ লাগিয়ে,
মন ঠিক রাখি।