ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মনে মনে হোক মিল

মনে মনে হোক মিল
   – মো. খলিলুর রহমান

যৌবন দিয়ে যৌবন সাধো মৌবন দিয়ে মৌবন
তাহলে মানব বলো হে আমারে ও মনের কী প্রয়োজন?
মনু থেকে এলো মানুষ শব্দ মনের বাহক বলে,
হৃদ হতে হৃদে শক্তি বিলাও মানব তুমি তাহলে।

মনে মনে মিল নাহি যদি লভ কী হবে শরীর দিয়ে?
মনের আকুতি মিলে গেলে পরে ভালোবাসো ওহে প্রিয়ে!
মন ও মনন করে হে সাধন বন্ধুতা লভ সবে,
মনের ভক্তি শক্তি যোগালে দেহ লভ অনুভবে।

অতঃপর যদি লভ নিরবধি শরীর কাব্যময়,
তবেই সফল মানুষ তুমি যে লভ চির বরাভয়!
মানুষ তুমি যে পাশবিকতাকে পরাজিত করে তবে,
তবেই তোমার দেমাগ আক্বল চির জাগরুক রবে।

ভালোবাসাহীন ভালোবাসাবাসি রাশিরাশি পাপ দানে,
ভালোবাসো যদি অন্তর হতে স্বর্গীয় উদ্যানে,
উত্থান তব হবে জেনে রেখো সফলতা পাবে জেনো,
মনের শক্তি পরম ভক্তি নাহি অবহেলা দানো।

এই আহ্বান লও অফুরান ভালোবাসা থেকে সবে,
এসো সবে মিলে স্বর্গ রচিব এই নশ্বর ভবে!
এ স্বর্গ হতে সে স্বর্গপানে নব নব উত্থান!
মনন আক্বল সাধো হে সকলে মানবতা হোক মহীয়ান!

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মনে মনে হোক মিল

আপডেট সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মনে মনে হোক মিল
   – মো. খলিলুর রহমান

যৌবন দিয়ে যৌবন সাধো মৌবন দিয়ে মৌবন
তাহলে মানব বলো হে আমারে ও মনের কী প্রয়োজন?
মনু থেকে এলো মানুষ শব্দ মনের বাহক বলে,
হৃদ হতে হৃদে শক্তি বিলাও মানব তুমি তাহলে।

মনে মনে মিল নাহি যদি লভ কী হবে শরীর দিয়ে?
মনের আকুতি মিলে গেলে পরে ভালোবাসো ওহে প্রিয়ে!
মন ও মনন করে হে সাধন বন্ধুতা লভ সবে,
মনের ভক্তি শক্তি যোগালে দেহ লভ অনুভবে।

অতঃপর যদি লভ নিরবধি শরীর কাব্যময়,
তবেই সফল মানুষ তুমি যে লভ চির বরাভয়!
মানুষ তুমি যে পাশবিকতাকে পরাজিত করে তবে,
তবেই তোমার দেমাগ আক্বল চির জাগরুক রবে।

ভালোবাসাহীন ভালোবাসাবাসি রাশিরাশি পাপ দানে,
ভালোবাসো যদি অন্তর হতে স্বর্গীয় উদ্যানে,
উত্থান তব হবে জেনে রেখো সফলতা পাবে জেনো,
মনের শক্তি পরম ভক্তি নাহি অবহেলা দানো।

এই আহ্বান লও অফুরান ভালোবাসা থেকে সবে,
এসো সবে মিলে স্বর্গ রচিব এই নশ্বর ভবে!
এ স্বর্গ হতে সে স্বর্গপানে নব নব উত্থান!
মনন আক্বল সাধো হে সকলে মানবতা হোক মহীয়ান!