
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন হাতিমারা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল বিদ্যালয়ের তিনটি কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা রোকেয়া হায়দার জানান, গত বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর শুক্রবার থেকে রবিবার পযন্ত স্কুল বন্ধ ছিলো।
সোমবার সকালে স্কুলে গিয়ে দেখি তিনটি কক্ষের তালা ভাঙা।
কে বা কারা একদল চোর বিদ্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে মূল ভবনের ভিতরে প্রবেশ করে। পরে প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমিরাতে থাকা ১টি ল্যাপটপ, নগদ আড়াই হাজার টাকা ও দু’সেট মাল্টিমিডিয়া প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। একই সময় মাল্টিমিডিয়া ক্লাশ রুম ও অফিস কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করা হয়। চুরির ঘটনায় নিয়ে ২৬ ডিসেম্বর সোমবার বিকালে বিদ্যালয়ের পক্ষ থেকে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান হিরণের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 
























