বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘন্টায় মোট ১০ জন আসামীকে বিভিন্ন মামলা গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের সার্বিক দিক নির্দেশনায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিভিন্ন মামলায় ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
এসআই মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী নাজমুল হাসান ঝিনুক (৩৮) ১নং সিটি ওয়ার্ড যুবলীগের আহবায়ক, পিতা- মোঃ সুলতান আহমেদ, মাতা-নাজমুন নাহার, সাং-গলগন্ডা, শহিদুল্লাহ শহীদ (৪৫), প্রচার সম্পাদক ৪নং পরানগঞ্জ ইউপি আওয়ামী লীগ, পিতামৃত-হেলাল উদ্দিন ওরফে হেলু, মাতা মৃত-হাজেরা খাতুন, সাং- ছাতিয়ান তলা, আনিছুর রহমান ওরফে রুবেল (৪০) আওয়ামী লীগ নেতা ৪ নং পরানগঞ্জ ইউপি, পিতামৃত-দেলোয়ার হোসেন, মাতা-মোছাঃ হাফসা আক্তার, সাং-হিরন পলাশিয়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী থানাধীন অম্বিকাগঞ্জ এলাকা হতেগ্রেফতার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী আজিজুল হক লালু (৪৫) আওয়ামীলীগের সমর্থক, পিতামৃত-আইন উদ্দিন, মাতা-নুর জাহান বেগম, সাং-আকুয়া দক্ষিনপাড়া, কামাল হোসেন (৪৮), আওয়ামী লীগের সমর্থক, পিতামৃত-আলী হোসেন, মাতা-জোসনা বেগম, সাং-চুরখাই পনঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল থানাধীন ভাবখালী বাজার এলাকা হতে গ্রেফতার করেছে ।
এসআই ওমর ফারুক রাজু সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আরব আলী (৩০), পিতামৃত-হানিফ মিয়া, সাং-কাচিঝুলি হামিদ উদ্দিন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন টাউনহল মোড় এলাকা হতে গ্রেফতার করেন।
এসআই শামীমা হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোঃ ফয়েজ (২২), পিতা-মোঃ আলম মিয়া, মাতা-মোছাঃ ফেরদৌসী,সাং-দক্ষিন চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা এলাকা হতে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই আল আমিন, এসআই খায়রুল ইসলাম, এএসআই কামরুল হাসান, সঙ্গীয় ফোর্সসহ প্রত্যেকে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩টি সিআর সাজা/সিআর পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেছে।
পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা
মোঃ আজিজুর রহমান, পিতা-আহেদ আলী, স্থায়ী :গ্রাম- চুকিতলা (পার্ট) (নাজনীন ভিলা (চুকাইতলা পীরবাড়ী)
উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, ময়মনসিংহ।মোঃ মিনার রহমান মৃদুল, পিতা-মোঃ আবুল হোসেন, স্থায়ী : (সাং: ১৪৭, গোহাইলকান্দি, পো: ময়মনসিংহ) , উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,মোঃ শুকুর আলী, পিতা -ইদ্রিস আলী, স্থায়ী: গ্রাম- চক শ্যামরামপুর (চক শ্যামরামপুর), উপজেলা/থানা-
ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে