মোঃ রায়হান
ক্রাইম রিপোর্টার, নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আব্দুল মতিন (৩০) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে। নিহত আব্দুল মতিন উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মান্দার ভালাইন গ্রাম থেকে নিজের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে মহাদেবপুর-ছাঁতরা আঞ্চলিক সড়কের চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের পার্শ্বে আসুতেই মহাদেবপুর থেকে ছাঁতরার দিকে যাওয়া সিমেন্ট বোঝায় একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে উঠানোর সময়ই সে মৃত্যু বরণ করেন। তাৎক্ষণিকভাবে ডাক্তারকে ডাকলে তিনি তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।