মোঃ রায়হান,
ক্রাইম রিপোর্টার নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে রেস্টুরেন্টে রং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (৩০) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২ টার সময় মহাদেবপুর বুলবুল সিনেমা হলের সামনে। নিহত হৃদয় হোসেন নওগাঁ সদর থানার চকরামচন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত হৃদয় হোসেন রোববার সকালে বুলবুল সিনেমাহল এলাকায় সুরুজ আলমের বিল্ডিংয়ে দোতলায় দুবাই চাইনিজ রেস্টুরেন্টে রং মিস্ত্রি হিসেবে কাজ করার জন্য আসে। কাজের এক পর্যায়ে দুপুরের দিকে দোতলার ছাদে যায়। সে ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পল্লীবিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মোস্তাকিন মোবাইলে ফোনে বলেন, এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলো তাদের না জানিয়েই নির্মাণ করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।