নাহিদ জামান, খুলনা
মানবতার মুক্তির দুত, মুসলিম সম্প্রদাযের হৃদপিন্ড মহানবী হযরত মুহম্মাদ (সাঃ)’র নামে কটুক্তি মূলক বক্তব্য দেওয়ায় রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের অন্তর বৈরাগী ও ভারতের মুম্বাইয়ের রামগিরি মহারাজ এর ফাঁসীর দাবীতে ২৯ সেপ্টেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
রূপসা উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সামন্তসেনা দারুচ্ছুন্না মাদ্রাসার সুপার মাওলানা শফিউদ্দীন নেসারী। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আঃ হান্নান।
আঃ রউফ শিকদারের পরিচালনায় বক্তৃতা করেন মাওলানা রফিকুল ইসলাম, আঃ হাফিজ শেখ, মুসা লস্কর, মাওলানা মঞ্জুরুল ইমাম, হাফেজ মাওলানা জামাল উদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আ: রহিম শিকদার, মাওলানা আলামিন, মাওলানা হুসাইন, মাওলানা ওহিদুল্লাহ প্রমুখ।