ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন দুর্ঘটনা: চলছে এক দিনের রাষ্ট্রীয় শোক

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে, আহত ও নিহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা তাঁর শোকবার্তায় ঘটনাটিকে “গভীর বেদনার ক্ষণ” হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। তিনি সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আহতদের চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও শোক প্রকাশ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে লিখেন, “এই ভয়াবহ ট্র্যাজেডিতে সমগ্র জাতি গভীরভাবে শোকাহত। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই দুঃসময় মোকাবিলা করি।” বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মর্মস্পর্শী ও হৃদয়বিদারক’ উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং মিলাদ ও দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া শোকবার্তা পাঠিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. সি আর আবরার, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম দলের নেতাকর্মীদের উদ্ধার ও চিকিৎসা সহায়তায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, তিনি ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনার দাবি জানান।

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বইছে শোকের ঢল। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফেসবুকে ‘#PrayForMilestone’ হ্যাশট্যাগে নিহতদের স্মরণে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ আহতদের রক্তদানের অনুরোধ জানিয়ে পোস্ট করছেন। শোক আর সহমর্মিতার ভাষায় ভরে উঠেছে হাজারো টাইমলাইন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন দুর্ঘটনা: চলছে এক দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট সময় ১১:১৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে, আহত ও নিহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা তাঁর শোকবার্তায় ঘটনাটিকে “গভীর বেদনার ক্ষণ” হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। তিনি সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আহতদের চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও শোক প্রকাশ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে লিখেন, “এই ভয়াবহ ট্র্যাজেডিতে সমগ্র জাতি গভীরভাবে শোকাহত। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই দুঃসময় মোকাবিলা করি।” বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মর্মস্পর্শী ও হৃদয়বিদারক’ উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং মিলাদ ও দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া শোকবার্তা পাঠিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. সি আর আবরার, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, নেজামে ইসলাম পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম দলের নেতাকর্মীদের উদ্ধার ও চিকিৎসা সহায়তায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, তিনি ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনার দাবি জানান।

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বইছে শোকের ঢল। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফেসবুকে ‘#PrayForMilestone’ হ্যাশট্যাগে নিহতদের স্মরণে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ আহতদের রক্তদানের অনুরোধ জানিয়ে পোস্ট করছেন। শোক আর সহমর্মিতার ভাষায় ভরে উঠেছে হাজারো টাইমলাইন।