ডেস্ক রিপোর্টঃ মাগুরায় ইয়াবা ট্যাবলেটসহ শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা ও তা স্ত্রীক গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার সদর উপজেলার রামনগর থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল এবং তার স্ত্রী রিয়া সুলতানাকে আটক করা হয়।
মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকান্দার আলি জানান, স্বামী-স্ত্রী মিলে তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলো। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছে এমন খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।