মোঃ আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার একই পরিবারের চার সদস্য মাজার জিয়ারতে গিয়ে ফিরলেন লাশ হয়ে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। লাশ এসে পৌঁছানোর আগেই নেয়া হচ্ছে দাফনের প্রস্তুতি। কেউ কাটছেন বাঁশ আবার কেউ করছেন দাফনের জায়গা নির্ধারণ। নিহতদের বাড়িতে জমছে স্থানীয় মানুষদের ভিড়। নিহত দুই ভাইয়ের মায়ের বুক ফাটা কান্নায় ভাড়ি হয়ে উঠেছে পরিবেশ।
বৃহস্পতিবার (২মে) রাত আড়াইটার দিকে সিলেট হযরত শাহজালাল মাজার জিয়ারত করে প্রাইভেটকারে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য সহ মোট ৫জন নিহত হয়।
নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত্যুঃ মৌজে আলী মৃধ্যার ছেলে জামাল মিয়া, তার স্ত্রী কামরুন্নাহার,ছেলে মোঃ অনন্ত ও নিহত জামালের ছোট ভাই এনামুল খোকন মিয়া।
নিহত জামাল ও এনামুলের মা হালিমা বেগম জানান, তার নাতির মানতের জন্য জামাল তার স্ত্রী খোকন নাতিকে নিয়ে সিলেট মাজারে গিয়ে ছিলো। রাত ৯টার সময় তার সাথে ফোনে কথা হয়েছে। এরপর হঠাৎ নাতি সহ সবার নিহতের খবর পান।
নিহতদের পোস্টমর্টেম শেষে পরের দিন শুক্রবার সকালে লাশ বাড়িতে পোছায়। নিহতদের জানাজা নামাজ শুক্রবার সকাল ১০টার সময় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহতদের পারবারিক কবরস্থানে দাফন করা হয়।