
নূপুর খন্দকার
মাঝি তুমি ভিড়াও তরী
এসো ফিরে তীরে,
আমায় ফেলে যেওনাগো
এসো ধীরে ধীরে।
একলা আমি ভীষণ একা
তোমার পানে চেয়ে,
বিহনে তোমার ঝরে অশ্রু
আমার দু’গাল বেয়ে।
অভিমানে ছিলাম চুপ
ডাকিনি তো আর,
ডেকেই যখন ফেলেছি আজ
করো আমায় পার।
হাতে কড়ি নেইকো আমার
কানে আছে দুল,
কালো সাজে সেজেছি আজ
খোঁপায় গুজে ফুল।
দাম চুকাবো কিসে আমি
জানিনা তো তায়,
মনের দামে যদি বিকোয়
নিতে পারো আমায়।
সত্যি মাঝি একলা ভারী
ধরো যদি হাত,
তোমার হাতে হাত রেখে
কাটাবো দিন রাত।
ভাসবো ভালো রোজই তোমায়
বাঁধবো মায়ার টানে,
আমায় ফেলে যেওনা মাঝি
কোন অভিমানে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























