ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

মাটির মানুষ

মাটির মানুষ
মোহাঃজাহাঙ্গীর আলম

প্রথম মাটির মানুষ আদম (আঃ)
আমরা তার উত্তরসূরী।
মধ্যপন্থা অবলম্বন করব জীবনে
করব না বাহাদুরি।
জিন ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ
তার ইবাদতের তরে।
আল্লাহর ইবাদত করতে হবে
যাওয়া যাবে না সরে।
মাটি হতে সৃষ্টি মানুষ
মাটিতে যাবে ফিরে।
জীবনটাকে গড়বে তুমি
মাটিতে যাওয়াকে ঘিরে।
মরার পরে কিছুক্ষণ গেলে
মাটিতে দিবে কবর।
কবর জগতের ফলাফল সম্পর্কে
কেউ পাবেনা খবর।
আল্লাহর ইবাদত করলে আমাদের
জান্নাতে হবে ঠাঁই।
জান্নাতের মত সুখের ঠিকানা
অন্য কোথাও নাই।
আল্লাহর ইবাদতের বিমুখ হলে
জাহান্নামে হবে ঠাঁই।
জাহান্নামের মত কষ্টের জায়গা
অন্য কোথাও নাই।
মাটির মানুষ দুনিয়াতেই করবে
আল্লাহর ইবাদত।
পরকাল কাটিবে সুখে শান্তিতে
আসিবে না মুসিবত।
মানুষের সাথে সুন্দর আচরণ
মিজানের পাল্লায় হবে ভারী।
সুখময় হবে মাটির নিচের
কবর নামক বাড়ি।
মন্দ আচরণ সহায় সম্পদ
আসবে না কোন কাজে।
কঠিন আজাবে ভুগিতে হবে
মাটির কবর মাঝে।
মাটি হতে সৃষ্টি তোমার
মাটিতে বসবাস।
ভাগ্য কখনো সুপ্রসন্ন হয়
কখনো সর্বনাশ।
ঈমানের উপর রাখবে বিশ্বাস
করা যাবে না হেরফের।
কষ্ট চেষ্টায় সফলতা আসিবে
তোমার ভাগ্যে ঢের।
মৌখিক বিশ্বাস,আন্তরিক স্বীকৃতি
পাশাপাশি বেশি আমল।
তাজা হবে ঈমান তোমার
পরকালে হবে সফল।
কর্ম দ্বারা গড়িবে ভাগ্য
কর্মে ফলাফল।
কর্মের উপর নির্ভর করবে
তুমি সফল না বিফল।
মাটি হতে জন্ম তোমার
মাটিকে যাবে না ভুলে।
যদিও নিজেকে রেখে দাও
তুমি অট্টালিকায় তুলে।
এই দুনিয়ার সব কিছুর
মাটিতে অবস্থান।
আল্লাহর হুকুমে মাটিতে পাই
প্রয়োজনীয় সকল উপাদান।
মাটির মানুষ মাটিতে গড়েছে
মহেঞ্জোদারো সিন্ধুসহ অনেক সভ্যতা।
জ্ঞান চর্চা করে দূর করেছ
নিজেদের শত শত অজ্ঞতা।
মানুষে মানুষে দুনিয়াতে করোনা
লড়াই ঝগড়া ফ্যাসাদ।
সবার জীবনে বয়ে আসবে
দুর্বিষহ বিষাদ।
মানুষে মানুষে মিলেমিশে বাস
বড়ই কল্যাণকর।
মাটির মানুষ ধরায় গড়িবে
সুন্দর সুখের ঘর।
কোরআন,হাদিস,হযরত মুহাম্মদ (সাঃ)কে
যদি করে অনুসরণ।
মাটির মানুষের গঠন হবে
সবচেয়ে সুন্দর জীবন।
আমরা মাটির মানুষ
আখেরি নবী (সাঃ) এর উম্মত।
মানবো আমরা কোরআন হাদিস
পালন করব তার সুন্নত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

মাটির মানুষ

আপডেট সময় ১১:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

মাটির মানুষ
মোহাঃজাহাঙ্গীর আলম

প্রথম মাটির মানুষ আদম (আঃ)
আমরা তার উত্তরসূরী।
মধ্যপন্থা অবলম্বন করব জীবনে
করব না বাহাদুরি।
জিন ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ
তার ইবাদতের তরে।
আল্লাহর ইবাদত করতে হবে
যাওয়া যাবে না সরে।
মাটি হতে সৃষ্টি মানুষ
মাটিতে যাবে ফিরে।
জীবনটাকে গড়বে তুমি
মাটিতে যাওয়াকে ঘিরে।
মরার পরে কিছুক্ষণ গেলে
মাটিতে দিবে কবর।
কবর জগতের ফলাফল সম্পর্কে
কেউ পাবেনা খবর।
আল্লাহর ইবাদত করলে আমাদের
জান্নাতে হবে ঠাঁই।
জান্নাতের মত সুখের ঠিকানা
অন্য কোথাও নাই।
আল্লাহর ইবাদতের বিমুখ হলে
জাহান্নামে হবে ঠাঁই।
জাহান্নামের মত কষ্টের জায়গা
অন্য কোথাও নাই।
মাটির মানুষ দুনিয়াতেই করবে
আল্লাহর ইবাদত।
পরকাল কাটিবে সুখে শান্তিতে
আসিবে না মুসিবত।
মানুষের সাথে সুন্দর আচরণ
মিজানের পাল্লায় হবে ভারী।
সুখময় হবে মাটির নিচের
কবর নামক বাড়ি।
মন্দ আচরণ সহায় সম্পদ
আসবে না কোন কাজে।
কঠিন আজাবে ভুগিতে হবে
মাটির কবর মাঝে।
মাটি হতে সৃষ্টি তোমার
মাটিতে বসবাস।
ভাগ্য কখনো সুপ্রসন্ন হয়
কখনো সর্বনাশ।
ঈমানের উপর রাখবে বিশ্বাস
করা যাবে না হেরফের।
কষ্ট চেষ্টায় সফলতা আসিবে
তোমার ভাগ্যে ঢের।
মৌখিক বিশ্বাস,আন্তরিক স্বীকৃতি
পাশাপাশি বেশি আমল।
তাজা হবে ঈমান তোমার
পরকালে হবে সফল।
কর্ম দ্বারা গড়িবে ভাগ্য
কর্মে ফলাফল।
কর্মের উপর নির্ভর করবে
তুমি সফল না বিফল।
মাটি হতে জন্ম তোমার
মাটিকে যাবে না ভুলে।
যদিও নিজেকে রেখে দাও
তুমি অট্টালিকায় তুলে।
এই দুনিয়ার সব কিছুর
মাটিতে অবস্থান।
আল্লাহর হুকুমে মাটিতে পাই
প্রয়োজনীয় সকল উপাদান।
মাটির মানুষ মাটিতে গড়েছে
মহেঞ্জোদারো সিন্ধুসহ অনেক সভ্যতা।
জ্ঞান চর্চা করে দূর করেছ
নিজেদের শত শত অজ্ঞতা।
মানুষে মানুষে দুনিয়াতে করোনা
লড়াই ঝগড়া ফ্যাসাদ।
সবার জীবনে বয়ে আসবে
দুর্বিষহ বিষাদ।
মানুষে মানুষে মিলেমিশে বাস
বড়ই কল্যাণকর।
মাটির মানুষ ধরায় গড়িবে
সুন্দর সুখের ঘর।
কোরআন,হাদিস,হযরত মুহাম্মদ (সাঃ)কে
যদি করে অনুসরণ।
মাটির মানুষের গঠন হবে
সবচেয়ে সুন্দর জীবন।
আমরা মাটির মানুষ
আখেরি নবী (সাঃ) এর উম্মত।
মানবো আমরা কোরআন হাদিস
পালন করব তার সুন্নত।