
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
নেশার টাকা জোগাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয় পূর্ব চাতলে ২২ মাস বয়সের আজাদ নামে এক শিশুকে অপহরণ করেছেন তারই আপন মামাতো ভাই মাদকাসক্ত মোঃ ইমন মিয়া (১৫)।
শিশু আজাদকে অপহরণ করে ইমন কিশোরগঞ্জ সদরে তার বন্ধু আব্দুর রহিম নিশাদের (১৬) নানার বাসায় রেখে শিশুটির মার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে
বুধবার ভোরে অপহৃত শিশু আজাদকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে ইমন মিয়া (১৫), আব্দুর রহিম নিশাদ (১৬) ও নুরুদ্দিন (৪০) ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে পূর্ব চাতল গ্রামে। অপহৃত শিশু আজাদ একই গ্রামের প্রবাসী মোঃ সোহেল মিয়ার ছেলে।
শিশু আজাদের মা কল্পনা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে দিকে শিশু আজাদকে নিয়ে ইমন বাড়ির পিছনে অন্য শিশুদের সঙ্গে খেলতে দেখা যায়। বিকাল ৩টায় ইমন একা বাড়িতে ফিরে আসেন। ইমনের কাছে আজাদ কোথায় জানতে চাইলে সে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। তখন আমি ইমন ও বাড়ির অন্য লোকদের নিয়ে বিভিন্ন স্থানে আজাদকে খুঁজতে থাকি। তখন ও কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি । সন্ধ্যা ৬ টার দিকে আমার মোবাইল ফোনে একটি ইমু নম্বর থেকে ভিডিও ফোন দিয়ে আমার ছেলেকে দেখায় এবং ৬ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি আমি লিখিতভাবে থানায় অবহিত করলে পুলিশ আমার স্বামীর বোনের ছেলে ভাগিনা ইমনকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যানুযায়ী কিশোরগঞ্জ সদরের একটি বাসা থেকে বুধবার ভোরে আজাদকে উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, উপজেলার পূর্ব চাতল গ্রামের এক প্রবাসীর ২২ মাস বয়সের শিশু অপহরণের পর রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদরের নগুয়ার একটি বাসা থেকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।