ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

মাদক কারবারি ‘আইয়া রফিকের’ বাড়ি থেকে ২৬ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মাদক ও মানব পাচারকারী মোঃ রফিক ওরফে আইয়ার বাড়ি থেকে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বিজিবি।জানাযায়, ৮ই মার্চ রাতে মাদক ও রোহিঙ্গা আনা নেওয়ার কাজে ব্যবহৃত নিজের নৌকা দিয়ে রোহিঙ্গা এনে বাড়িতে রাখেন কারবারি মোঃ রফিক, ইসমাইল, সরওয়ার, নুরুল হাকিম আব্দুল্লাহ।

টেকনফ ২ বিজিবির অস্থায়ী খোরেরমুখ চেকপোস্টের ইনচার্জ খোরশেদ ও নায়েক আশরাফের নেতৃত্বে একটি টহলদল সকালে অভিযান পরিচালনা করে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বলে জানাযায়। এবিষয়ে, খোরেরমুখ চেকপোষ্টে যোগাযোগ করলে তারা জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মোঃ রফিক ও আব্দুল্লার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছি। পরে আমাদের নিয়ম অনুসারে মায়ানমার ফেরত পাঠানোর জন্য ব্যাটালিয়নে পাঠিয়ে দিয়েছি বলে জানান বিজিবি।

কাটাবনিয়ার স্থানীয় লোকজন জানাই, মাদক, মানবপাচার ও রোহিঙ্গা আনানেওয়ারর কাজ করার জন্য রফিক নিজে একটি নৌকা ক্রয় করেন দুই বছর আগে। সেই নৌকা দিয়ে প্রশাসনের চোখফাঁকি দিয়ে সমুদ্র পথে সকল ধরনের অবৈধ বানিজ্য করে আসছেন।রফিক মায়ানমারের সাথে অবৈধ বানিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য রোহিঙ্গা এক মেয়েকেও বিয়ে করেছেন বলে জানাযায়।

তার অন্যান্য ভাইয়েরা দেশের বিভিন্ন প্রার্ন্তে মাদক পাচার করেন এবং সবসময় ঢাকার লোকজন বাড়িতে জিম্মায় রেখে টাকা দিতে সমস্যা দেখা দিলে নির্যাতন করে টাকা আদায় করেন বলেও জানান লোকজন। এবিষয়ে, এলাকার কেউ মুখ খোল্লে তারা মায়ানমার থেকে চোরাই পথে আনা অস্ত্রের হুমকি দেন বলে জানাযাশ। স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি, হাতেগোনা কয়েকজন লোক কাটাবনিয়া গ্রামটিকে জিম্মি করে বিভিন্ন অবৈধ কার্মকান্ড করে আসছে। যার জন্য পুরো এলাকার বদনাম সরিয়ে পড়েছে। তাই সকল প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুত এই কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

এদিকে, মাদক, মানবপাচার রোহিঙ্গা প্রবেশ প্রতিরোধে কঠোর নির্দেশনা মোতাবেক বিজিবি সর্ব উচ্চ সতর্ক রয়েছে বলে জানান, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি-অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

মাদক কারবারি ‘আইয়া রফিকের’ বাড়ি থেকে ২৬ রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় ০২:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিনিধি

টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মাদক ও মানব পাচারকারী মোঃ রফিক ওরফে আইয়ার বাড়ি থেকে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বিজিবি।জানাযায়, ৮ই মার্চ রাতে মাদক ও রোহিঙ্গা আনা নেওয়ার কাজে ব্যবহৃত নিজের নৌকা দিয়ে রোহিঙ্গা এনে বাড়িতে রাখেন কারবারি মোঃ রফিক, ইসমাইল, সরওয়ার, নুরুল হাকিম আব্দুল্লাহ।

টেকনফ ২ বিজিবির অস্থায়ী খোরেরমুখ চেকপোস্টের ইনচার্জ খোরশেদ ও নায়েক আশরাফের নেতৃত্বে একটি টহলদল সকালে অভিযান পরিচালনা করে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছে বলে জানাযায়। এবিষয়ে, খোরেরমুখ চেকপোষ্টে যোগাযোগ করলে তারা জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মোঃ রফিক ও আব্দুল্লার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করেছি। পরে আমাদের নিয়ম অনুসারে মায়ানমার ফেরত পাঠানোর জন্য ব্যাটালিয়নে পাঠিয়ে দিয়েছি বলে জানান বিজিবি।

কাটাবনিয়ার স্থানীয় লোকজন জানাই, মাদক, মানবপাচার ও রোহিঙ্গা আনানেওয়ারর কাজ করার জন্য রফিক নিজে একটি নৌকা ক্রয় করেন দুই বছর আগে। সেই নৌকা দিয়ে প্রশাসনের চোখফাঁকি দিয়ে সমুদ্র পথে সকল ধরনের অবৈধ বানিজ্য করে আসছেন।রফিক মায়ানমারের সাথে অবৈধ বানিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য রোহিঙ্গা এক মেয়েকেও বিয়ে করেছেন বলে জানাযায়।

তার অন্যান্য ভাইয়েরা দেশের বিভিন্ন প্রার্ন্তে মাদক পাচার করেন এবং সবসময় ঢাকার লোকজন বাড়িতে জিম্মায় রেখে টাকা দিতে সমস্যা দেখা দিলে নির্যাতন করে টাকা আদায় করেন বলেও জানান লোকজন। এবিষয়ে, এলাকার কেউ মুখ খোল্লে তারা মায়ানমার থেকে চোরাই পথে আনা অস্ত্রের হুমকি দেন বলে জানাযাশ। স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবি, হাতেগোনা কয়েকজন লোক কাটাবনিয়া গ্রামটিকে জিম্মি করে বিভিন্ন অবৈধ কার্মকান্ড করে আসছে। যার জন্য পুরো এলাকার বদনাম সরিয়ে পড়েছে। তাই সকল প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুত এই কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

এদিকে, মাদক, মানবপাচার রোহিঙ্গা প্রবেশ প্রতিরোধে কঠোর নির্দেশনা মোতাবেক বিজিবি সর্ব উচ্চ সতর্ক রয়েছে বলে জানান, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি-অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।