
আমি নাজমুল খাঁন আভান একজন অদ্যম স্বেচ্ছাসেবী-
সর্ব প্রথম যখন মানবসেবা মূলক কাজ শুরু করি তখন ততটা সহজ ছিলো না। কারন মানবসেবা মূলক কাজ করতে হলে প্রথমে প্রয়োজন টাকা।
আমি চিন্তা করলাম এমন কিছু করা প্রয়োজন যেটার দ্বারা সমাজের সকল স্তরের মানুষ সেবা পাবে, বিশেষ করে মুমূর্ষু রোগী রক্ত ম্যানেজ, অসহায়, এতিম, স্বাস্থ্য, চিকিৎসা, শীত বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরন, ঈদ সামগ্রী বিতরণ, শিক্ষা , বৃক্ষ রোপণ, ইত্যাদি সেবা মূলক কার্যক্রম করতে হবে। প্রথমে আমার কার্যক্রম শুরু হয় মুমূর্ষু রোগী রোগীদের রক্ত ম্যানেজ করে দেওয়া তারপর পর্যায়ক্রমে সকল কার্যক্রম শুরু করবো। প্রথম আমার সকল বন্ধু, আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশীদের রক্তদাতা হিসাবে তৈরি করা। যেই চিন্তা সেই কাজ। ইনশাআল্লাহ বর্তমানে আমার সকল বন্ধু এবং পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন সকলে রক্তাদাতা। আস্তে আস্তে সকল কিছু চলছে তখন চিন্তা করলাম একটা সংগঠন করলে কেমন হয়। কয়েক জন বন্ধু এবং কাছের মানুষদের থেকে সাহস এবং সহযোগীতা পেয়ে ২০১৯ইং সালে ‘ইচ্ছে_পূরন_রক্তদান_সংস্থা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করি। বর্তমানে আমি ‘ইচ্ছে_পূরন_রক্তদান_সংস্থার সফল প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে সংগঠন পরিচালনা করে আসছি বিগত ৫ বছর যাবৎ।
আজ আমার প্রানের সংগঠন ‘ইচ্ছে_পূরন_রক্তদান_সংস্থার ২০০+ সদস্য নিয়মিত রক্তদাতা করে এবং এখন পর্যন্ত ১৫০০+ ব্যাগ ব্লাড মেনেজ হয়েছে এবং চলছে মানবিক সকল কার্যক্রম যেমন- নিয়মিত রক্তদান কর্মসূচী, ব্লাড গ্রুপিং ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, শীত বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরন, ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, আর্থিক সাহায্য প্রদান, মাদ্রাসা-স্কুলে ভর্তি কার্যক্রম, ইত্যাদি মানবিক কার্যক্রম। দিনশেষে ‘ইচ্ছে_পূরন_রক্তদান_সংস্থার উপদেষ্টা সদস্য, সভাপতি মন্ডলি’র সদস্য, কার্যকারী কমিটি, কার্যক্রম পরিচালনা কমিটির সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
আমার এই সফলতার ভাগিদার, ইচ্ছে পূরন রক্তদান সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি – মুশফিকুর রহমান নাঈম, সিনিয়র সহ-সভাপতি- বাইজিদ বোস্তামি, সোহেল রানা, হৃদয় হাসান, সভাপতি মন্ডলি’র সদস্য- হাফেজ কামরুজ্জামান, প্রধান উপদেষ্টা- ডাঃ মোঃ ইব্রাহিম খলিল, ইচ্ছে পূরন রক্তদান সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি- গাজী আরমান সাজিদ, আহসান উল্লাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি- রাকিবুল হাসান শরীফ, সাধারণ সম্পাদক- রাকিবুল হাসান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক- জাহিদুল ইসলাম হানজালা, আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক- হোসাইন আল মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক- জাহিদুল ইসলাম নূর, জুয়েল রানা, সাকিব মিয়াজী, এস কে ইসমাইল, জাকারিয়া, বিল্লাল হোসেন সোহাগ,
প্রমুখ।