
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনে চীনের প্রতিনিধি ছেন সু ফিলিস্তিন প্রসঙ্গে চীনের অবস্থান তুলে ধরেছেন। তিনি আন্তর্জাতিক সমাজকে আরও দ্রুতগতিতে ফিলিস্তিন সমস্যা সমাধানের আহ্বান জানান।
চীনা প্রতিনিধি বলেন, বর্তমান ফিলিস্তিন- ইসরায়েল সংঘাত দুই বছর ধরে চলছে, যা এক অভূতপূর্ব মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিন ও পার্শ্ববর্তী দেশগুলোর জনগণের অস্তিত্ব ও উন্নয়নের অধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং সরাসরি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় আঘাত হানছে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিন সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত এর সমাধান করা, গাজায় সার্বিক যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করা, ‘দুই-রাষ্ট্র সমাধান’ পুনরুদ্ধার এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।
তিনি জোর দিয়ে বলেন, চীন সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন দেয়। বৈশ্বিক নিরাপত্তা ও শাসন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে ফিলিস্তিন সমস্যার দ্রুত, সার্বিক, ন্যায্য ও স্থায়ী সমাধানের জন্য কাজ করতে চায়।
সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।