ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক Logo নিকলীতে এক রাতে কৃষক ফরিদের গোয়াল থেকে চার গরু উধাও Logo মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর ‘তৌহিদী জনতার’ হামলা (ভিডিও) Logo বন্দর চুক্তি নিয়ে গোপনীয়তা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ Logo ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক Logo গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রফিকুল আটক Logo লালমনিরহাটে হামদ, নাত, গজল প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ Logo রামগতিতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১০ জন জেলে আটক Logo কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মোটর সাইকেল র‍্যালি Logo বরুড়ায় হাজী আবদুল গফুর ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান

মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর ‘তৌহিদী জনতার’ হামলা (ভিডিও)

মোহাম্মদ আলী সুমন

বাংলাদেশের মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে তার অনুসারী ও ‘তৌহিদী জনতার’ পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গত ৪ নভেম্বর ঘিওরে এক গানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ‘ধর্মীয় কটূক্তিমূলক’ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর প্রতিবাদে বাউল আবুল সরকারের ভক্তরা সকালে মানববন্ধনের আয়োজন করে। একই সময়ে ‘তৌহিদী জনতা’ ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

দুই পক্ষের কর্মসূচির জন্য আলাদা সময় নির্ধারিত হলেও পরস্পর বিরোধী বক্তব্যের জেরে এলাকার বিভিন্ন স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাউল ভক্তদের ওপর তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায়। এতে আবুল সরকারের তিন সমর্থক আহত হন। তারা হলেন-শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল, এবং সিংগাইরের তালেবপুরের আরিফুল ইসলাম।

বাউল ভক্তদের পাল্টা হামলায় ‘তৌহিদী জনতার’ পক্ষের মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল আলীমও আহত হন।

পুলিশ জানিয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় আগেই আলাদা সময় নির্ধারণ করা হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকাল ৯টার দিকে তৌহিদী জনতা ও আলেম ওলামারা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে তাদের একাংশ ছত্রভঙ্গ হয়ে বাউলভক্তদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

SBN

SBN

মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর ‘তৌহিদী জনতার’ হামলা (ভিডিও)

আপডেট সময় ০৫:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মোহাম্মদ আলী সুমন

বাংলাদেশের মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে তার অনুসারী ও ‘তৌহিদী জনতার’ পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গত ৪ নভেম্বর ঘিওরে এক গানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ‘ধর্মীয় কটূক্তিমূলক’ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর প্রতিবাদে বাউল আবুল সরকারের ভক্তরা সকালে মানববন্ধনের আয়োজন করে। একই সময়ে ‘তৌহিদী জনতা’ ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

দুই পক্ষের কর্মসূচির জন্য আলাদা সময় নির্ধারিত হলেও পরস্পর বিরোধী বক্তব্যের জেরে এলাকার বিভিন্ন স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাউল ভক্তদের ওপর তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায়। এতে আবুল সরকারের তিন সমর্থক আহত হন। তারা হলেন-শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল, এবং সিংগাইরের তালেবপুরের আরিফুল ইসলাম।

বাউল ভক্তদের পাল্টা হামলায় ‘তৌহিদী জনতার’ পক্ষের মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল আলীমও আহত হন।

পুলিশ জানিয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় আগেই আলাদা সময় নির্ধারণ করা হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকাল ৯টার দিকে তৌহিদী জনতা ও আলেম ওলামারা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে তাদের একাংশ ছত্রভঙ্গ হয়ে বাউলভক্তদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।