
মায়ের বুলি
মাহিন মুর্তাজা
বাতাসে বাতাসে ভেসে এসেছিল সেদিন তাজা রক্তের ঘ্রাণ
বাঙালির কন্ঠে উচ্চারিত হয়েছিল অমর একুশের গান।
রফিক-জব্বারের তাজা রক্তে রক্ষা হয়েছিল মায়ের বুলি
বাংলার মায়ের ভাষার জন্যই হজম করেছিল নরপশুদের গুলি।
তাজা রক্তে রঞ্জিত রাজপথ, নেমেছিল হাহাকার
ধরা সেদিন থমকে গিয়েছিল শুনে , ভাষা শহীদের চিৎকার।
প্রভাতফেরীর মিছিলে সেদিন ঝড়েছিল বরকতের রক্ত
২১ শে ফেব্রুয়ারীর দুপুরবেলায়ই রাজপথ ছিল অক্ত।
বৃক্ষ তরু কাঁদছিল সেদিন, কাঁদছিল শিমুল ফুল
প্রাণের বুলি রক্ষার জন্য, বীর সেনারা করে নি সেদিন ভুল।
রক্তের বিনিময়ে বুঝিয়ে গিয়েছিল সেদিন, মাতৃভাষার দাম
তাজা রক্তে রঞ্জিত করে রাজপথ, বাঙালি করেছিল সেদিন প্রমাণ।