বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে ইসলামিক শিক্ষা অনুরাগী যুগেরশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী শায়খ সৈয়দ মাওলানা নুর মোহাম্মদ (রহ.) প্রকাশ- মারিশ্যা বড় হুজুর কেবলার ২৪ তম ওফাত বার্ষিকী ওরছ মোবারক সম্পন্ন হয়েছে।
শুক্রবার বটতলী দরবার শরীফের উদ্যোগে বাদে ফজর খতমে কুরআন, বাদে জুমা খতমে গাউছিয়া আলিয়া বাদে আছর হামদ-নাতে রাসূল (দ.), বাদে মাগরিব মিলাদ-মাহফিল,দোয়া- মুনাজাত ও হাজার হাজার দর্শনার্থী মুসল্লীদের মাঝে তাবারূক বিতরণ কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত আজিমুশশান নুরানী মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাইখ সৈয়দ মুহাম্মদ আবদুন নুর শাহ সাহেব।
এতে উপস্থিত থেকে কুরআন-সুন্নাহের আলোকে বয়ান করেন চট্টগ্রাম থেকে আগত মাওলানা শফিকুল ইসলাম আস-সাঈদী, মাওলানা ফোরকান আশরফ সাহেব, বায়জিদ ফকির পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন নুরী, মাওলানা হাফেজ ইকবাল রুমি, কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউছার উদ্দিন নুরী, উগলছড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আত্তারী, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা বশির উদ্দিন আনছারী, প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী,বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, এফব্লক বাইতুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আমিনুল হক, দুরছড়ি জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মুহাম্মদ দৌলত আমিন, মডেল টাউন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, তালুকদার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান, শায়ের আনোয়ার রেজা, শায়ের নুর মোহাম্মদ, শায়ের আবু তাহের, শায়ের তৌহিদুর রহমান আসিফ, হাফেজ হেলাল উদ্দিন, হাফেজ রবিউল হোসেন, হাফেজ জালাল উদ্দিনসহ আরো অনেকে।
পরিশেষে দেশ-জাতির সুখসমৃদ্ধি ও নির্যাতিত সারা মুসলিম জাহানের জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।