
ওমর ফারুক খোন্দকার, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ শাখা যুবদলের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২’তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রস্তাবিত সাধারণ সম্পাদক সোহেল বিন রাজ্জাক।
শুক্রবার (২, জুন) মধ্যরাতে মালদ্বীপের হুলেমালে শহরের সাদা বালির আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির পর্যটন কেন্দ্রের সি-বিচ বারবিকিউ রেস্টুরেন্টে দোয়া মাহফিল পূর্বে উন্মুক্ত জায়গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিবীদ শফিকুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন, মালদ্বীপ বিএনপির নেতা এনামুল হক, মো. হালিম ভুঁইয়া, মো. সিহাব, যুবদল নেতা মো. আল-আমীন, মাহাবুব আলম, মাসুম রানা, রিয়াদ হোসেন, আবদুল কাইউম শিকদার, মজনু মিয়া, মিজানুর রহমান, মো. সুমন, মো. নোমান, মো হুমায়ুন, জিহাদ হোসেন, মো. সাদেক খান, সুমন সরকার, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ গ্রাম বিনির্মাণের অন্যতম রূপকার, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রতীক, বাংলাদেশের ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণের নয়নমনি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২’তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়াও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়ে সকলে গেয়ে উঠেন-
‘তুমি আছো তুমি থাকবে, কোটি প্রাণের স্বাধীনতায়!’