
মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি:- প্রবাসীদের সংগঠন “মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদ” এর পক্ষ থেকে ধারাবাহিক কর্মসুছির অংশ হিসেবে ফেনী জেলা ও উপজেলাধীন, ফরহাদ নগর ইউনিয়ন এর ওমরিয়া ফারুকিয়া মাদ্রাসায় আর্থিক অনুদান হিসেবে উক্ত মাদ্রাসায় একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় ভিডিও কনফারেন্সে মধ্যে দিয়ে সংগঠনটির সভাপতি মো. শহিদুল ইসলাম উক্ত মাদ্রাসার সুপার ফজলুল করিম কালাম ও উপস্থিত প্রবাসী সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মো. শাহাদাত হোসেন আর্থিক অনুদানে টিউবওয়েলটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. নুরুল আমিন সাইফুল, সহ-সভাপতি মো. নাহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. রিয়াদ হোসেন।
প্রবাসী সংগঠনটির সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা প্রাবাস ছাড়াও দেশের আর্থ সামাজিক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো এবং ফেনী জেলার সকল প্রবাসীদের সহযোগিতা পেলে সামাজিক কাজের জন্য আরো বেশি ভুমিকা পালন করতে পারবো এই প্রত্যাশা রাখি।
শেষে, তিনি উল্লেখ করেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সবাই কে ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।